রাজশাহীর দুই ইউপিতে নৌকার জয়
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীর দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জিল্লুর রহমান ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একরামুল হক পেয়েছেন ৫ হাজার ২৭৬ ভোট।
অপরদিকে শিলমাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু হায়াত পেয়েছেন ৬ হাজার ৩৪৯ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভালুকগাছি ইউনিয়নে ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এখানে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।’
তিনি আরো বলেন, ‘শিলমাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পাঁচজন। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’
কেয়া/কেআই