ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজার বিরুদ্ধে জার্মানির কাছে অভিযোগ করবে থাই বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ২২:২২, ২৫ অক্টোবর ২০২০
রাজার বিরুদ্ধে জার্মানির কাছে অভিযোগ করবে থাই বিক্ষোভকারীরা

রাজা মহা ভাজিরালংকর্নের বিরুদ্ধে তদন্তের জন্য জার্মানিতে আবেদন করবে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা। রোববার বিক্ষোভ সমাবেশে তারা এ ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচাকে পদত্যাগের জন্য বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর রোববার বিক্ষোভকারীরা ব্যাংককের রাস্তায় নেমে আসে। রাজার ক্ষমতা হ্রাসের দাবিতে সোমবার জার্মান দূতাবাস অভিমুখে বিক্ষোভ র‌্যালির ঘোষণা দিয়েছে তারা।

এক বিবৃতিতে বিক্ষোভকারীরা বলেছে, রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে বসবাস করে থাইল্যান্ডে শাসন ক্ষমতা প্রয়োগ করে সেদেশের আইন লঙ্ঘন করছেন কিনা জানতে তারা দরখাস্ত দেবেন।

এর আগে জার্মান সরকার জানিয়েছিল, রাজা ভাজিরালংকর্ন জার্মানিতে বসে থাইল্যান্ড শাসন করলে তা অবৈধ হবে। এ ধরনের কোনো সুযোগ তাকে দেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিক্ষোভকারীরা বিবৃতিতে বলেছে, ‘থাইল্যান্ডকে প্রকৃত সাংবিধানিক শাসনের আওতায় ফিরিয়ে আনতে এই অনুরোধ জানানো হবে।’

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচার পদত্যাগ দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের দাবিতে রাজতন্ত্রে সংস্কারের বিষয়টিও উঠে আসে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়