ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মালয়েশিয়ায় কঠোর লকডাউনের শঙ্কায় অভিবাসীরা

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ এপ্রিল ২০২১  
মালয়েশিয়ায় কঠোর লকডাউনের শঙ্কায় অভিবাসীরা

মালয়েশিয়ার হাসপাতালে করোনা রোগী (ফাইল ফটো)

মালয়েশিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো শুক্রবার (৩০ এপ্রিল) ৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ১৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ায় করোনার সংক্রমণ ধারাবাহিকভাবে বাড়ায় আবারও কঠোর লকডাউনের আশঙ্কা করছেন অভিবাসীরা। দেশটিতে কর্মরত বাংলাদেশিরা জানিয়েছেন, করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে আবারও কঠোর লকডাউন ঘোষণা করতে পারে সরকার।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি তানশ্রী ড. নুর হিশাম আব্দুল্লাহ এক টুইট বার্তায় জানিয়েছেন, সেলাঙ্গড়ে সর্বোচ্চ ১ হাজার ২৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা আগের সব রেকর্ড ভেঙেছে। আক্রান্তের সংখ্যা তিন অঙ্কে পৌঁছানো রাজ্যগুলোর মধ্যে আছে সারওয়াক (৭৬০), ক্লান্তান (৪৬৪), কুয়ালালামপুর (২৫৫), পেনাং (২৫০), জোহর (১৬০), নেগারি সেম্বিলিয়ান (১৩৬ ), কেদাহ (১৩৬) ও পেরাক (১১৮)।

মালয়েশিয়ায় আজ শুক্রবার করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৮৮ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৩ হাজার ৩৩২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪০ জন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চ থেকে নানা নামে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করে আসছে মালয়েশিয়া। এরমধ্যে করোনার টিকা দেওয়ার কার্যক্রমও চলছে।

মালয়েশিয়া/রাজু/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়