ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

কুড়িগ্রামে আড়াই শতাধিক গ্রাম-চর প্লাবিত

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৮, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুড়িগ্রামে আড়াই শতাধিক গ্রাম-চর প্লাবিত

কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে ব্রহ্মপুত্র নদীর পানি চিলমারী পয়েন্ট বিপদসীমার ৬৪ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

জেলার চিলমারী, উলিপুর, সদর, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার ৩০ ইউনিয়নের নদীর অববাহিকার নিম্নাঞ্চলের প্রায় আড়াই শতাধিক গ্রাম, চর ও দ্বীপচর পানিতে প্লাবিত হয়েছে। বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

এ সব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ নিচু এলাকার মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে। পানিবন্দি মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ধরলা ও তিস্তার পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাবে।

 

ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়