ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

সিলেটে ধসে পড়েছে পুকুরের পাড়, ঝুঁকিতে ৩ তলা ভবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ৩১ মে ২০২১   আপডেট: ২০:০৪, ৩১ মে ২০২১
সিলেটে ধসে পড়েছে পুকুরের পাড়, ঝুঁকিতে ৩ তলা ভবন

সিলেট নগরের আম্বরখানা মনিপুরিপাড়ায় একটি পুকুরের পাড় ধসে ঝুঁকিতে পড়েছে পাশের তিনতলা ভবন। সোমবার (৩১ মে) বিকেল ৩টার দিকে বৃষ্টি চলাকালে পাড় ধসে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী রাজিরের নেতৃত্বে টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাড় ধসে পড়ার পর ওই ভবনে বসবাসকারী পাঁচ পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ধসেপড়া বন্ধে পুকুরে বাঁশের বেড়া দেওয়া হচ্ছে। 

স্থানীয়রা জানান, আজ বেলা ১টার পর থেকে সিলেটে থেমে থেমে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি চলাকালে আকস্মিকভাবে পুকুরের পাড়ের গার্ডওয়াল ধসে পড়ে। এতে পাড়ে থাকা তিনতলা ভবন ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী এ তথ্য নিশ্চিত করে জানান, পুকুরটি অনেক পুরাতন। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কারণে পাড়ের দেয়াল ধসে পড়তে পারে। তবে আতঙ্কের বিষয় হচ্ছে, ওই ভবনের সামনের অংশে ফাটল দেখা দিয়েছে। 

ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, বিকেলে সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলীর নেতৃত্বে টিম ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ বিষয়ে তাদের মতামত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের দপ্তরে পাঠিয়েছেন। পরে তা জানা যাবে।   

নোমান/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ