স্কুল প্রাঙ্গণে বিয়ের অনুমতি না দেওয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় করোনাকালে স্কুল প্রাঙ্গণে বিয়ের অনুষ্ঠান করার অনুমতি না দেওয়ায় খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্চিত হয়েছেন। এই ঘটনায় জড়িত যুবদল নেতা মিয়া মোহাম্মদ হারুন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ জুলাই) বিকেলে রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর মনসুরাবাদ খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেয়ের বিয়ের অনুষ্ঠান করার অনুমতি চান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য একরাম মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজাম উদ্দিন করোনা পরিস্থিতিতে বিয়ে অনুষ্ঠান করতে দিতে অপারগতা প্রকাশ করেন। এই ঘটনায় গত ৩০ জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাম উদ্দিনের রুমে ঢুকে প্রধান শিক্ষককে লাঞ্চিত করেন স্থানীয় যুবদল নেতা হারুন খান।
এই সময় প্রধান শিক্ষককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। এই লাঞ্চিত করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। সর্বশেষ শনিবার রাতে প্রধান শিক্ষক নেজাম উদ্দিন বাদি হয়ে যুবদল নেতা হারুনসহ ৬ জন আসামি করে একটি মামলা দায়ের করেন। রবিবার পুলিশ মামলার প্রধান আসামি যুবদল নেতা হারুনকে গ্রেপ্তার করে। অপর আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
রেজাউল/আমিনুল