ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিরল প্রজাতির ৪টি উড়ন্ত কাঠবিড়ালি জঙ্গলে অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২১  
বিরল প্রজাতির ৪টি উড়ন্ত কাঠবিড়ালি জঙ্গলে অবমুক্ত

রাঙামাটির নানিয়ারচর উপজেলার গভীর জঙ্গলে বিরল প্রজাতির চারটি উড়ন্ত কাঠবিড়ালি অবমুক্ত করা হয়েছে। 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বনবিভাগের কর্মকর্তা আব্দুল আজিজ উপজেলার বুড়িঘাটের ৭নং টিলা এলাকার গভীর জঙ্গলে প্রাণিগুলো অবমুক্ত করেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী রহমান তিন্নী এবং নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান কাঠবিড়ালিগুলো আব্দুল আজিজের কাছে হস্থান্তর করেন।

আব্দুল আজিজ বলেন, ‘এ প্রাণিগুলো বিলুপ্তির পথে। এগুলো বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালি। পাহাড়ে গাছপালা কেটে বন উজাড়ের কারণে বন্য প্রাণির আবাসস্থলের ক্ষতি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই খাদ্যের খোঁজে বিভিন্ন সময় বন্যপ্রাণি লোকালয়ে ঢুকে পড়ে মানুষের হাতে ধরা পড়ে।’ 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ৭নং টিলার পাশে বনের ঝোঁপ থেকে স্থানীয় মো. সরোয়ার কাঠবিড়ালগুলো ধরে আনেন। পরে প্রশাসনের লোকজন সেগুলো উদ্ধার করে। 
 

বিজয়/মাসুদ/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়