উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি উল্টে গেছে। এ ঘটায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। উদ্ধারকারী জাহাজ হামজাও ঘটনাস্থলে পৌঁছেছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আরিচা ফায়ার স্টেশনের পরিদর্শক মজিবুর রহমান রাইজিংবিডিকে বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া, পাটুরিয়া ঘাট থেকে প্রত্যয় নামে আরও একটি উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়।
আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে গাড়িসহ উল্টে গেলো ফেরি
পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা যা বলছেন
লক্কর ঝক্কর ফেরি নির্ভর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ
যেসব কারণে ভোগান্তি বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে
চন্দন/ইভা