ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উল্টে যাওয়া ফেরির ১১ গাড়ি শনাক্ত

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৫৪, ২৭ অক্টোবর ২০২১
উল্টে যাওয়া ফেরির ১১ গাড়ি শনাক্ত

মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামে একটি রো রো ফেরি উল্টে গেছে। এ ঘটনায় বেশি কিছু যানবাহন ডুবে গেছে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ১১টি গাড়ি শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। 

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে আরিচা ফায়ার স্টেশনের পরিদর্শক মজিবুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘পানিতে ডুবে যাওয়া ১১টি গাড়ি শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ‌্যে তিনটি ট্রাক ও সাতটি কার্ভাডভ‌্যান ও একটি মোটরসাইকেল রয়েছে।’

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনাক্ত হওয়া গাড়িতে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেখানে কোনো লোক আছে কি না তা দেখা হচ্ছে।

এদিকে, ফেরি দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছেছে। কিছুক্ষণের মধ‌্যেই উদ্ধার অভিযান শুরু করবে। এছাড়া, পাটুরিয়া ঘাট থেকে প্রত‌্যয় নামে আরও একটি উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়।

আরও পড়ুন: পাটুরিয়া ঘাটে গাড়িসহ উল্টে গেলো ফেরি

পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা যা বলছেন 

উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে 

চন্দন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়