ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

না.গঞ্জে ট্রলার ডুবি: পঞ্চম দিনে মা ও মেয়েসহ ৪জনের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:১৪, ৯ জানুয়ারি ২০২২
না.গঞ্জে ট্রলার ডুবি: পঞ্চম দিনে মা ও মেয়েসহ ৪জনের লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটির চার যাত্রীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ ও কোস্টগার্ড। রোববার (৯) জানুয়ারি সকালে নদীতে পঞ্চম দিনের উদ্ধার অভিযান শুরুর পরপরই ডিগ্রিচর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- জেসমিন ও তার মেয়ে তাসনিম, সাব্বির হোসেন ও জোসনা বেগম। 

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, এখন পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি ৬ জনকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ, বিআইডাব্লিউটিএ এর ৬ টি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। নিহতদের পরিবারকে জেলা প্রাশাসনের পক্ষ থেকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ‘এমভি ফারহান-৬’ নামের একটি লঞ্চের ধাক্কায় নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে একটি ট্রলার ডুবে যায়। সে সময় ট্রলারটিতে থাকা বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ হন।

রাকিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়