ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১১ আগস্ট ২০২২   আপডেট: ১৫:২১, ১১ আগস্ট ২০২২
বগুড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

বগুড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় সোবহান আলী (৪৫) নামে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি সোবহান আদালতে উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব।

দণ্ডপ্রাপ্ত সোবহান আলী সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। 

জানা গেছে, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলাকেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান। পরে নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগারে ছিলেন।

অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব জানান, হত্যাকাণ্ডর ১০ বছর পর এই মামলার রায় হলো।  আসামি সোবহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

এনাম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়