ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গা ক্যাম্পে ২ জনকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৭ অক্টোবর ২০২২   আপডেট: ১০:৩৭, ২৭ অক্টোবর ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে ২ জনকে গুলি করে হত্যা

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর ইরানী রোহিঙ্গা ক্যাম্পে দুই জনকে গুলি করে হত‌্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন, আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। আয়াত উল্লাহ ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে। ইয়াছিনের বাবার নাম মো. কাসিম।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিইআজি সৈয়দ হারুনুর রশিদ।
তিনি জানান, বুধবার মধ্যরাতে কিছু অস্ত্রধারী ইরানী পাহাড় ক্যাম্পে গুলি চালায়। এসময় তাদের গুলিতে আয়াত উল্লাহ ও ইয়াছিন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে ইয়াছিন মারা যান এবং আয়াত উল্লাহকে ক্যাম্পের এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। 

তারেকুর রহমান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়