ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ৮ মার্চ ২০২৩   আপডেট: ১০:৪৪, ৮ মার্চ ২০২৩
আরও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ হোসেন ওরফে কালা বদা (৩৭) নামের আরও এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন বলে জানা গেছে। এক দিনের ব্যবধানে এটি  দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। 

বুধবার (৮ মার্চ) সকাল ৭টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ ব্লকে ঘটনাটি ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহত সৈয়দ হোসেন একই ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন।

আরও পড়ুন: রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

মারা যাওয়া রোহিঙ্গার পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়িতে একদল মুখোশধারী হামলা চালায়। এসময় সৈয়দ হোসনকে বাড়িতে পেয়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় সৈয়দ হোসেনকে ক্যাম্পের এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্য।

ওসি মোহাম্মদ আলী জানান, বুধবার সকালে মুখোশধারী দুর্বৃত্তরা রোহিঙ্গা নেতাকে গুলি করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আরসা সদস্যদের অপকর্মের প্রতিবাদ করায় এখন প্রতিবাদকারীদের টার্গেট করে হত্যা করছে তারা। 

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামে এক রোহিঙ্গ নেতাকে হত্যা করে দুর্বৃত্তরা।  ২৫ থেকে ৩০ জন মুখোশধারী দুর্বৃত্তরা ওয়াক্কাস রফিককে গুলি করে পালিয়ে যায় বলে জানা গিয়েছিল।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়