ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুলিস্তানে বিস্ফোরণ: ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৮ মার্চ ২০২৩   আপডেট: ২০:২৬, ৮ মার্চ ২০২৩
গুলিস্তানে বিস্ফোরণ: ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুমন মিয়া কুমিল্লার মেঘনার তিথিরচড় গ্রামের মমিনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বংশালের সুরিটোলার এলাকায় পরিবার নিয়ে থাকতেন সুমন। গতকাল তার মা শবে বরাতের রোজা রাখেন। সন্ধ্যার আগ মুহূর্তে মায়ের জন্য ইফতারি আনতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় আহত হন তিনি। আহতাবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুমনের মা সালমা বলেন, ‘১০ দিন আগে কাতার থেকে বাংলাদেশে আসে সুমন। মঙ্গলবার বিকেলে ইফতার আনার জন্য গুলিস্তান এলাকায় যায়। এ সময় বিস্ফোরণ ঘটলে সুমন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

রুবেল/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়