ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক‌্যাল বোর্ড গঠন 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৯ মার্চ ২০২৩   আপডেট: ১৬:২৮, ৯ মার্চ ২০২৩
বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক‌্যাল বোর্ড গঠন 

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক‌্যাল বোর্ড গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

তিনি বলেন, সিদ্দিকবাজারের বিস্ফোরণে আহতদের আমরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। তাদের চিকিৎসাসেবার সুবিধার্থে একটি মেডিক‌্যাল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের হাসপাতালে আহত ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নয় জন ভর্তি আছেন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আমরা আহত ব্যক্তিদের জন‌্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেলে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।

মেসবাহ/ইভা 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়