সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও দুই মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ২০
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবনের বেজমেন্ট থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।
বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহের ময়না তদন্ত সম্পন্ন জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আরও দুটো মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে একজনের নাম মমিন উদ্দিন সুমন (৪৪) ও আরেকজন রবিন হোসেন শান্ত (২০)।
তিনি বলেন, উদ্ধার হওয়া দুজন-সহ বিস্ফোরণে মোট ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।
ঢাকা/এনএইচ
- ২ বছর আগে ভবনের ঠিক কোন জায়গায় বিস্ফোরণ ঘটেছে, জানার চেষ্টা করছে সিআইডি
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে পুলিশের মামলা
- ২ বছর আগে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ, কাজ করছে রাজউক
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: লাইফ সাপোর্টে থাকা ইয়াসিনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩
- ২ বছর আগে ধ্বংসস্তূপে এখন আর মরদেহ নেই: ফায়ার সার্ভিস
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনে উদ্ধার অভিযান চলছে
- ২ বছর আগে ভবনের মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মামলা
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরিত ভবনের দায় ‘একটু’ নিতে রাজি রাজউক
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন
- ২ বছর আগে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী