ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:২৫, ৯ মার্চ ২০২৩   আপডেট: ০৮:৫০, ৯ মার্চ ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু

ফাইল ফটো

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মো. মুসা হায়দার (৪৫) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই নিয়ে এ ঘটনায় মৃত্যু বেড়ে ২১ জনে দাঁড়ালো।

আরও পড়ুন: সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও দুই মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ২০

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে বলেন, মুসার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ ছিল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মুসা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম মো. জামান মিয়া। 

উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেলে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়