ডাক্তার-নার্সদের ছুটি বাতিল করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ঢামেক হাসপাতালে আহতদের খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী
পুরান ঢাকার সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণে আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, আমরা জরুরি ভিত্তিতে সব ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মকর্তাদের ডেকেছি। তাদের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে হাসপাতালের জরুরি বিভাগে এসে মন্ত্রী জানান, ঢামেকের চিকিৎসক, নার্স, কর্মচারীরা এখন চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। আমরা আশপাশের হাসপাতালেও ব্যবস্থা রেখেছি। ডাক্তাররা সেখানে প্রস্তুত আছেন। আমাদের এখানে জায়গার অভাব হলে পাশের বার্ন ইউনিটে রোগী রাখতে পারব। স্যার সলিমুল্লাহ মেডিক্যালেও রোগী রাখতে পারব।
জাহিদ মালেক বলেন, গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে ভর্তি আছে ৭৫ জন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ৭ জন ভর্তি হয়েছেন। তাদের ২-১ জনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এখানে সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে সবাইকে চিকিৎসা দিতে।
এসময় মন্ত্রী জানান, আহতদের মধ্যে অনেকেই মাথায় বেশি আঘাত পেয়েছেন। রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে। কিছু মানুষ পুড়েও গেছেন।
সুকান্ত/এনএইচ
- ২ বছর আগে ভবনের ঠিক কোন জায়গায় বিস্ফোরণ ঘটেছে, জানার চেষ্টা করছে সিআইডি
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে পুলিশের মামলা
- ২ বছর আগে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ, কাজ করছে রাজউক
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: লাইফ সাপোর্টে থাকা ইয়াসিনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩
- ২ বছর আগে ধ্বংসস্তূপে এখন আর মরদেহ নেই: ফায়ার সার্ভিস
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনে উদ্ধার অভিযান চলছে
- ২ বছর আগে ভবনের মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মামলা
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরিত ভবনের দায় ‘একটু’ নিতে রাজি রাজউক
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও দুই মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ২০