ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বন্ধ, কাজ করছে রাজউক
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে ঘটনাস্থলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটির ভারবহনের সক্ষমতা বাড়াতে প্রোপিং-এর কাজ করছে।
শুক্রবার (১০ মার্চ) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটিতে প্রোপিংয়ের কাজ চলছে। ঘটনাস্থলে রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিস ও র্যাবের টিম সতর্ক অবস্থায় রয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা বলেন, উদ্ধার কাজ এখন ঘটনাস্থলে চলছে না। তবে আমরা ঘটনাস্থলে আছি, যেকোনো জরুরি প্রয়োজনে রেসপন্স করব।
ভবনটির সর্বশেষ অবস্থা নিয়ে রাজউক গঠিত কারিগরি কমিটির সদস্য রংগন মণ্ডল বলেন, আমরা মূলত ভবনটিতে এখন প্রোপিং অর্থাৎ ভবনটিকে সাময়িক স্থিতিশীল করার চেষ্টা করছি। প্রোপিংয়ের পর আমরা সার্ভে করে দেখবো—ভবনটি রেট্রোফিটিং (ভারবহন ক্ষমতা বাড়াতে কলাম মজবুতকরণ) করা যায় কি না।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।
/মাকসুদ/সাইফ/
- ২ বছর আগে ভবনের ঠিক কোন জায়গায় বিস্ফোরণ ঘটেছে, জানার চেষ্টা করছে সিআইডি
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে পুলিশের মামলা
- ২ বছর আগে সিদ্দিক বাজারে বিস্ফোরণ: লাইফ সাপোর্টে থাকা ইয়াসিনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩
- ২ বছর আগে ধ্বংসস্তূপে এখন আর মরদেহ নেই: ফায়ার সার্ভিস
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: নিখোঁজ মেহেদীর লাশ উদ্ধার
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনে উদ্ধার অভিযান চলছে
- ২ বছর আগে ভবনের মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মামলা
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
- ২ বছর আগে বিস্ফোরিত ভবনের দায় ‘একটু’ নিতে রাজি রাজউক
- ২ বছর আগে গুলিস্তানে বিস্ফোরণ: ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন
- ২ বছর আগে সিদ্দিকবাজারে বিস্ফোরণ: আরও দুই মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ২০
- ২ বছর আগে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী