ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

পাঁচ কেএনএফ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১৪ জুন ২০২৩  
পাঁচ কেএনএফ সদস্য কারাগারে

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পাঁচ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (১৪ জুন) দুপুরে তাদের আদালতে তোলা হলে চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার কেএনএফের সদস্যরা হলেন— রুমা সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ইডেন রোড এলাকার জুয়ান মান বমের ছেলে লাল কাপ খুম বম (২৬), রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বেথেল পাড়া এলাকার রেম নিয়ার বমের ছেলে কলজা থাং বম (৩৫), রুমা ২ নম্বর সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের লাইরুমপি পাড়ার মৃত জুয়াম খুপ বমের ছেলে ডান ঠা লিয়ান বম, ২ নম্বর রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বেথেল হেম পাড়ার বাশিচন্দ্র ত্রিপুরার ছেলে দেমন্দ্র ত্রিপুরা (৪৮), রোয়াংছড়ি সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ব্যংছড়ি পাড়ার বাশিচন্দ্র ত্রিপুরার ছেলে দেমন্দ্র ত্রিপুরা (৪৮)।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান,  সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটকের পর পুলিশে হস্থান্তর করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

বান্দরবান সদর আদালতের ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক প্রিয়েল পালিত বিষয়টি নিশ্চিত করে জানান, সেনা অফিসার হত্যা, সরকারি কর্মচারীদের উপর আক্রমণ, অপহরণ-গুম ও অস্ত্র মামলায় গ্রেপ্তার  দেখিয়ে রুমা থানা থেকে পাঁচ আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
 

চাইমং/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়