ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংবাদিক হত্যা: বকশীগঞ্জ তাঁতী লীগের সভাপতিকে অব্যাহতি 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ২০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৩
সংবাদিক হত্যা: বকশীগঞ্জ তাঁতী লীগের সভাপতিকে অব্যাহতি 

সহিদুর রহমান লিপন

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি সহিদুর রহমান লিপনকে বকশীগঞ্জে তাঁতী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নানা সমালোচনা ও আলোচনার পর গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সাইদুর রহমান লিপনের জায়গায় তাঁতী লীগের উপজেলা কমিটির সহসভাপতি মো. মাহবুবুর রহমান নাজমুলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

আরো পড়ুন:

জেলা তাঁতী লীগের আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন রুকু ও সদস্যসচিব মো. আরমান হোসেন সাগর স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়।

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যার আসামি বকশীগঞ্জ তাঁতী লীগের সভাপতি

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি সহিদুর রহমান লিপন। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি জামিন পেয়ে এলাকায় আসেন। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) জামালপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাকির হোসেন ও সদস্যসচিব আরমান হোসেন সাগরের যৌথ স্বাক্ষরে আগামী তিন বছরের জন্য সহিদুর রহমান লিপনকে বকশিগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি করে ৭১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।

সাংবাদিক হত্যা মামলার আসামিকে সভাপতি নির্বাচিত করায় গতকাল মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে বিকেলে তাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

জামালপুর জেলা তাঁতী লীগের সদস্যসচিব মো. আরমান হোসেন সাগর বলেন, সহিদুর রহমান লিপন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি জানার পরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে মো. মাহবুবুর রহমান নাজমুলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই কমিটির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। কিন্তু আমরা তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছি, তার জায়গায় সহসভাপতি মো. মাহবুবুর রহমান লিপনকে ভারপ্রাপ্ত সভাপতি করেছি।

সেলিম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়