ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

দুই নেতার মৃত্যু: কিশোরগঞ্জে হরতাল ডেকেছে বিএনপি

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ৩১ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:১৭, ৩১ অক্টোবর ২০২৩
দুই নেতার মৃত্যু: কিশোরগঞ্জে হরতাল ডেকেছে বিএনপি

ফাইল ফটো

কিশোরগঞ্জ জেলাজুড়ে বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।  

বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূচি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষক দল ও ছাত্রদলের দুই নেতার মৃত্যু হয়। এরই প্রতিবাদে আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

আরও পড়ুন: কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধে পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। আহত হন অন্তত দুই শতাধিক নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডাকা হয়েছে। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, পুলিশের নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে। 

রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়