ফেনীতে অটোরিকশায় আগুন, মালবাহী ট্রাক ভাঙচুর
ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফেনীতে মাছ বোঝাই একটি সিএনজি অটোরিকশাতে আগুন লাগিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই সময় বৃহত্তর ফেনীর অন্যতম পাইকারি আড়ৎ তাকিয়া রোডে মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান ভাঙচুর করেছে অবরোধকারীরা। সোমবার (৬ নভেম্বর) শহরের রামপুর সওদাগর বাড়ি সড়ক ও তাকিয়া রোডে ঘটনাগুলো ঘটে।
ভুক্তভোগী মাছ বিক্রেতা রুবেল ও অটোরিকশা চালক এনামুল হক বলেন, নোয়াখালীর কবিরহাট সোনাদিয়া থেকে মাছ এনে ফেনীর বড় বাজার আড়তে বিক্রি করেন তিনি। মাছ বিক্রি করে ফেরার পথে ইসলামপুর রোডে কয়েকজন এসে সিএনজি অটোরিকশাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আমাদের সঙ্গে থাকা মাছ বিক্রির ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় ওই ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে তাকিয়া রোডে ৬-৭টি মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পণ্য পরিবহনের জন্য অবস্থান করছিল। তখন অবরোধকারীরা এসে ট্রাকগুলো ভাঙচুর করে চলে যায়।
এদিকে, আজ সকাল ১০টার দিকে শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা চলে যান। এছাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালেও সড়ক অবরোধ করেন যুবদলের নেতাকর্মীরা।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, কর্মসূচি পালনের নামে কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, বিজিবি ও আনসারের একাধিক টিম মাঠে কাজ করছে।
সাহাব/মাসুদ
- ১০ মাস আগে ৭ ফেব্রুয়ারি সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
- ১ বছর আগে বগুড়ায় যুবদলের ৩ কর্মী গ্রেপ্তার
- ১ বছর আগে আ. লীগের ডামি নির্বাচন বিশ্ব প্রত্যাখান করেছে: রিজভী
- ১ বছর আগে অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিএনপির মিছিল
- ২ বছর আগে বগুড়ায় মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত
- ২ বছর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ২ বছর আগে অবরোধে চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক
- ২ বছর আগে মানিকনগরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
- ২ বছর আগে রাজশাহী নগর ভবনের সামনে ২ ককটেল নিক্ষেপ
- ২ বছর আগে সাভারে বাসে আগুন
- ২ বছর আগে চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ৩ ছাত্রদল কর্মী গ্রেপ্তার
- ২ বছর আগে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ
- ২ বছর আগে ফেনীতে নাশকতার সরঞ্জামসহ গ্রেপ্তার ২
- ২ বছর আগে অবরোধ সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- ২ বছর আগে ফেনীতে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আহত ১০