কটকা টাওয়ারে ত্রুটি, ১৮ ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুন্দরবনের কটকায় টেলিটকের টাওয়ারে ত্রুটি দেখা দেওয়ার কারণে উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া ১৮টি ট্রলারের ২৬০ জন জেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মিধিলির কারণে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ শিকার করা চার হাজার ট্রলারের বেশিরভাগ সুন্দরবন ও পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নিরাপদে আশ্রয় নিয়েছে। তবে, ১৮টি ট্রলারের ২৬০ জন জেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। এ কারণে দুশ্চিন্তায় রয়েছেন ওইসব ট্রলারে থাকা জেলেদের পরিবার ও ট্রলার মালিকরা। জেলা প্রশাসন, নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনের কটকায় টেলিটকের টাওয়ারে ত্রুটি দেখা দেওয়ার কারণে জেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা।
সুন্দরবনের বাগেরহাটের ডিসট্রিক্ট ফরেস্ট অফিসার (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, দুবলার চরে অনেক জেলেরা আশ্রয় নিয়েছেন। তাদের দেখভাল করছে বন বিভাগ। কটকার টাওয়ারের সমস্যা হওয়ায় অনেক জেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তাদের পরিবার ও ট্রলার মালিকরা।
ইমরান/মাসুদ
- ২ বছর আগে সাগরে ডুবে যাওয়া ট্রলারের ৭ জেলে ফিরলেন তীরে, এখনো নিখোঁজ ২৫
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: দুবলার চরের শুটকিপল্লিতে ৮৫ লাখ টাকার ক্ষতি
- ২ বছর আগে হেলে পড়া গাছ অপসারণ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
- ২ বছর আগে কুমিল্লায় ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে নারীসহ নিহত ২
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: বাগেরহাটে ১৫ হাজার হেক্টর ফসলের ক্ষতি
- ২ বছর আগে সুন্দরবনে নিরাপদ আশ্রয়ে ছিলেন সেই ২৬০ জেলে
- ২ বছর আগে সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়া ১৮ জেলে উদ্ধার
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: এখনো বিদ্যুৎহীন সরাইলের ৮ ইউনিয়ন
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: শিশুসহ ৭ জনের মৃত্যু
- ২ বছর আগে মিধিলির তাণ্ডব, ফেনীতে বিদ্যুৎহীন বহু মানুষ
- ২ বছর আগে মেঘনার অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: ফেনীতে আমন ধানের ক্ষতির শঙ্কায় কৃষক
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে শিশুসহ নিহত ২
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: কুমিল্লায় বিদ্যুৎ লাইনের ক্ষতি
- ২ বছর আগে ঘূর্ণিঝড় মিধিলি: বরগুনায় ২০৫ বসতঘর ক্ষতিগ্রস্ত