ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ, আইনজীবী আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১৮ নভেম্বর ২০২৩  
হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ, আইনজীবী আটক 

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এতে অংশ নেন আইজীবী ফোরামের নেতারাও। পরে মিছিল শেষে ইয়াজুল ইসলাম নামের এক আইনজীবীকে আটক করে পুলিশ। 

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়। শহরের আমতলা হয়ে আবারো মিছিলটি একই স্থানে এসে শেষ হয়।

জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, ‘গত ২৮ তারিখের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে। পুলিশ ফাঁড়িতেও আওয়ামী লীগ নেতারা হামলা করেছে। বিএনপি কিছুই করেনি। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গেপ্তার-হয়রানি করা হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘রোববার হরতালের সমর্থনে আজ (শনিবার) একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে আসার পর এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। যা নিন্দনীয়। অবিলম্বে আমরা তার মুক্তির দাবি করছি। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, উস্কানির অভিযোগে ইয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।

মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়