হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ, আইনজীবী আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এতে অংশ নেন আইজীবী ফোরামের নেতারাও। পরে মিছিল শেষে ইয়াজুল ইসলাম নামের এক আইনজীবীকে আটক করে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়। শহরের আমতলা হয়ে আবারো মিছিলটি একই স্থানে এসে শেষ হয়।
জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, ‘গত ২৮ তারিখের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে। পুলিশ ফাঁড়িতেও আওয়ামী লীগ নেতারা হামলা করেছে। বিএনপি কিছুই করেনি। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গেপ্তার-হয়রানি করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘রোববার হরতালের সমর্থনে আজ (শনিবার) একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে আসার পর এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। যা নিন্দনীয়। অবিলম্বে আমরা তার মুক্তির দাবি করছি। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, উস্কানির অভিযোগে ইয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।
মঈনুদ্দীন/মাসুদ
- ৮ মাস আগে সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল
- ৮ মাস আগে বরিশালে বিএনপির মিছিল থেকে আটক ৫
- ৮ মাস আগে রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
- ৯ মাস আগে গাইবান্ধায় ৫টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা
- ৯ মাস আগে মঙ্গলবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ৯ মাস আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল
- ৯ মাস আগে নতুন করে দুই দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত
- ৯ মাস আগে হরতাল-অবরোধ একসঙ্গে ঘোষণা বিএনপির
- ৯ মাস আগে রংপুর মহানগরীতে হরতাল ডেকে মাঠে নেই বিএনপি
- ১০ মাস আগে বুধবার রংপুর মহানগরে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ১০ মাস আগে মিরপুরে বাসে আগুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
- ১০ মাস আগে রাজধানীর মৌচাকে ককটেল বিস্ফোরণ
- ১০ মাস আগে রাজধানীর পল্টনে বাসে আগুন
- ১০ মাস আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে যুবদলের মিছিল
- ১০ মাস আগে গাজীপুরে জামায়াত-শিবিরের ৯ কর্মী গ্রেপ্তার