গাজীপুরে বিএনপির মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে আসলে দলটির নেতাকর্মীরা সড়ক ছেড়ে চলে যান।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে মশাল মিছিল বের হয়। মিছিলটি মহাসড়ক ধরে কিছুদূর যাওয়ার পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলে অংশ নেওয়া বিএনপি এবং ছাত্রদল ও যুবদলসহ কয়েকটি সংগঠনের নেতারা মহাসড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। এসময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ আসলে মিছিলকারীরা মহাসড়ক থেকে সরে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, বিএনপির মশাল মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলিছকারীরা মশাল ফেলে দৌঁড়ে পালিয়ে যান। মহাসড়কের যানচলাচল স্বাভাবিক আছে।
রফিক/মাসুদ
- ৮ মাস আগে মুন্সীগঞ্জে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যসহ ছিনতাইকারী বাবু মিজি আটক
- ১১ মাস আগে সিরাজগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিল
- ১১ মাস আগে বরিশালে বিএনপির মিছিল থেকে আটক ৫
- ২ বছর আগে রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
- ২ বছর আগে গাইবান্ধায় ৫টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা
- ২ বছর আগে মঙ্গলবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ২ বছর আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল
- ২ বছর আগে নতুন করে দুই দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত
- ২ বছর আগে হরতাল-অবরোধ একসঙ্গে ঘোষণা বিএনপির
- ২ বছর আগে রংপুর মহানগরীতে হরতাল ডেকে মাঠে নেই বিএনপি
- ২ বছর আগে বুধবার রংপুর মহানগরে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
- ২ বছর আগে মিরপুরে বাসে আগুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
- ২ বছর আগে রাজধানীর মৌচাকে ককটেল বিস্ফোরণ
- ২ বছর আগে রাজধানীর পল্টনে বাসে আগুন
- ২ বছর আগে ঝিনাইদহে হরতালের সমর্থনে যুবদলের মিছিল