ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

নেত্রকোনার ৫ আসনে নৌকা চায় ৭১ আ.লীগ নেতা

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২২ নভেম্বর ২০২৩  
নেত্রকোনার ৫ আসনে নৌকা চায় ৭১ আ.লীগ নেতা

নেত্রকোনার পাঁচ আসনে আওয়ামী লীগের ৭১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে নেত্রকোনা-১ আসনে ২১, নেত্রকোনা-২ আসনে ১৯, নেত্রকোনা-৩ আসনে ১৬, নেত্রকোনা-৪ আসনে ৬ এবং নেত্রকোনা-৫ আসনে ৯ জন মনোনয়নপত্র কিনেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা রেমন্ড আরেং বলেন, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, মোশতাক আহমেদ রুহী, রেমন্ড আরেং, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, মো. আতাউর রহমান খান আঁখির, জান্নাতুল ফেরদৌস আরা, একেএম জিয়াউল হক, মো. এরশাদুর রহমান মিন্টু, মোস্তফা জামাল লিটন, সুজন হাজং, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, অ্যাডভোকেট মুজিবুর রহমান, ওসমান গনি, রফিকুজ্জামান খোকন, মাহতাব উদ্দিন মাতু, তিতাস রায় রানা, মো. শহিদুল ইসলাম, শাহ্ মোহসীন, তপন কুমার তালুকদার ও মোশারফ হোসেন ডন মনোনয়নপত্র কিনেছেন।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে বর্তমান সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, সাবেক এমপি আরিখ খান জয়, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, নজরুল ইসলাম খান, আব্দুন নূর খান, প্রশান্ত কুমার রায়, রানা তাজ উদ্দিন খান, অর্পিতা খানম, মোহাম্মাদ মাসুম ইকবাল, মো. শামছুজ্জোহা, আনোয়ার জাহান অঞ্জন, মাহবুবুর রহমান খান দৌলত, মুহাম্মাদ সারোয়ার মুর্শেদ আকন্দ, শাহ মোস্তফা আলমগীর, তুহিন আক্তার, মো. ওমর ফারুক ও অর্থই নূরুল আমিন খান মনোনয়ন সংগ্রহ করেছেন।

নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান এমপি অসীম কুমার উকিল, সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, কেশব রঞ্জন সরকার, সামসুল কবীর খান, মো. আব্দুল মতিন, মিঞা মো. শফিকুল ইসলাম, আবুল বাশার মো. আমিরুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. আতাউল করিম রাসেল, মীর মেহেদী হাসান, মোহাম্মাদ আলমগীর হাসান, আজেদা খানিজ, মো. নূরুল ইসলাম, শহীদুল্লাহ ও মো. খায়রুল ইসলাম।

নেত্রকোনা ৪ (মদন- মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বর্তমান এমপি সাজ্জাদুল হাসান, মমতাজ হুসেন চৌধুরী, এম. মনজুরুল হক, খন্দকার আরফান মাহমুদ, মো. হাবীবুর রহমান ও গোলাম বাকী চৌধুরী মনোনয়ন কিনেছেন।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আহমদ হোসেন, উপাচার্য মো. আনোয়ার হোসেন, নাদিয়া বিনতে আমিন, জাহিদুল ইসলাম সুজন, তুহিন আহমদ খান, মাজহারুল ইসলাম সোহেল ফকির, আজিজুর রহমান খান, মো. মিছবাহুজ্জামান ও রফিকুল ইসলাম দলীয় মনোনয়নপত্র কিনেছেন।

ঢাকা/এনএইচ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়