ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় খড়বোঝাই নছিমনে আগুন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৩ নভেম্বর ২০২৩  
বগুড়ায় খড়বোঝাই নছিমনে আগুন

বগুড়ার কাহালুতে খড় বোঝাই নছিমনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার দেওগ্রাম-তালোড়া সড়কের ডিপতলা এলাকায় আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। খবর পে‌য়ে দুপচাঁচিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নেভায়। 

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, ঘটনার আগে তালোড়া দিক থেকে ২-৩টি মোটরসাইকেলে করে এসে খড়বোঝাই নছিমনে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। ঘণ্টাখানেক চেষ্টার পর তারা আগুন নিভেয়ে ফেলেন। 

আরো পড়ুন:

দুপচাঁচিয়া উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার কবির উদ্দিন দেওয়ান ব‌লেন, আগুন নেভানোর পর বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে ছিলাম আমরা। কিন্তু নছিমনের চালক বা মালিক কাউকে পাওয়া যায়নি। পরে আমরা চলে আসি। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সেলিম রেজা বলেন, আগুনে নছিমনের কোনো ক্ষতি হয়নি। শুধু খড় পুড়েছে। নছিমনের লোকজনের সঙ্গে কথা হয়েছে, তারা এলে বিস্তারিত জানা যাবে।

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়