ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

শ্রীমঙ্গলের হরিণছড়া থেকে ৫টি শিকারী টিয়া পাখি উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২২:৩১, ১১ ডিসেম্বর ২০২৩
শ্রীমঙ্গলের হরিণছড়া থেকে ৫টি শিকারী টিয়া পাখি উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের বস্তি এলাকা থেকে ৫টি শিকারী টিয়া পাখি উদ্ধার করেছে বনবিভাগ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে এগুলো উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।
বনবিভাগ জানায়, Stand For Our Endangered Wildlife (SEW) টিমকে নিয়ে বন বিভাগ এগুলো উদ্ধার করে।

পরিবেশকর্মী ও পাখিপ্রেমি সোয়েল সিয়াম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের লোকজনকে নিয়ে হরিণছড়ার কার্তিক কর্মকারের ছেলে অমল কর্মকার ও তরনি বাউরীর ছেলে নিরঞ্জন বাউরীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বনবিভাগ(ওয়াইল্ড লাইফ) এর সহকারী বনসংরক্ষক জামিল মোহাম্মদ খান, বনরেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের কাছ থেকে লিখিত মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তারা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে। টিয়া পাখিগুলো রেসকিউ সেন্টারে রাখা হয়েছে, ওদেরকে একটা নির্দিষ্ট সময় পরে বনে ছেড়ে দেয়া হবে।

হামিদ/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়