ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

কক্সবাজারে কে কোন প্রতীক পেলেন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৮ ডিসেম্বর ২০২৩  
কক্সবাজারে কে কোন প্রতীক পেলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান প্রতীক বরাদ্দের বিষয়টি ঘোষণা করেন।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৭ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম হাতুড়ি, জাতীয় পার্টির হোসনে আরা লাঙ্গল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন মোমবাতি, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম হাতঘড়ি, স্বতন্ত্র থেকে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলম ট্রাক, তার ছেলে তানজীর আহমদ সিদ্দিকী তুহিন ঈগল ও কমর উদ্দীন কলারছড়ি প্রতীক পেয়েছেন। 

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে ৬ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক নৌকা, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির মাহাবুবুল আলম আম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ খাইরুল আমিন একতারা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান চেয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএ এর মোহাম্মদ শারীফ বাদশা নোঙর, ইসলামী ঐক্যজোট আইওজে এর মো. ইউনুস মিনার প্রতীক পেয়েছেন।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৫ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল নৌকা, জাতীয় পার্টির মোহাম্মদ তারেক লাঙ্গল, বাংলাদেশ কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন হাতঘড়ি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর মোহাম্মদ ইব্রাহিম টেলিভিশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ এর শামীম আহসান ভুলু কুঁড়েঘর প্রতীক পেয়েছেন।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৬ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার নৌকা, জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো লাঙ্গল, ন্যাশনাল পিপলদ পার্টি-এনপিপি এর ফরিদ আলম আম, ইসলামী ঐক্যজোট আইওজে এর মোহাম্মদ ওসমান গণি চৌধুরী মিনার, বাংলাদেশ কংগ্রেস এর মো. ইসমাইল ডাব প্রতীক পেয়েছেন।

প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন কক্সবাজারের চারটি আসনের প্রার্থী ও যার যার সমর্থকরা। নির্বাচনি প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়