ফেনী শহরে নৌকার সমর্থনে আনন্দ মিছিল
ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী টানা তৃতীয় বারের মতো নৌকা প্রতীক পাওয়ায় শহরজুড়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফেনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার ১৮টি ওয়ার্ডের ২৯টি কেন্দ্রে একযোগে আনন্দ মিছিল করেছে ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের মিছিলে যোগ দিয়ে আনন্দ মিছিলের নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কার সমর্থনে ফেনী শহরজুড়ে আনন্দের জোয়ার বইছে। ফেনী শহরের মানুষ ৭ জানুয়ারি তারিখের অপেক্ষায় মুখিয়ে আছে। পুরো শহরজুড়ে উৎসবের আমেজ বইছে। হাজার হাজার মানুষ ও নেতাকর্মীরা নিজাম উদ্দিন হাজারীকে ভোট দিয়ে এমপি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে আছে। আজকের এ আনন্দ মিছিল তারই বহিঃপ্রকাশ।
স্বপন মিয়াজী আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছর শাসনামলে ফেনীতে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে ফেনীর উন্নয়নের রুপকার নিজাম উদ্দিন হাজারীকে পূনরায় সংসদ সদস্য হিসেবে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
গত সোমবার (১৮ ডিসেম্বর) ফেনীর ৩ আসনে ২১ প্রার্থীকে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেন ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তসসিল অনুসারে আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সাহাব/বকুল
- ৩ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৩ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৩ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৩ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৩ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৩ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৩ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৩ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৩ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৩ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৩ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৩ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৩ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৩ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৩ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম