ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

গোপালগঞ্জে নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২১ ডিসেম্বর ২০২৩  
গোপালগঞ্জে নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা স্কুল মাঠে নির্বাচনি জনসভা করেন গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পাওয়ার পর এটাই তার প্রথম জনসভা। আগামীকাল (২২ ডিসেম্বর) সকালে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন এবং বিকেলে সদর উপজেলার কাঠি ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। 

জনসভায় নৌকা উন্নয়নের প্রতীক উল্লেখ করে শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, ‘আপনারা আমাকে এই আসন থেকে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।’

এ ছাড়া গোপালগঞ্জ-০৩ আসনের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী শেখ আবুল কালাম নিজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালিয়েছেন। টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন দোকান ও বাজারে গিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ করেন। এ ছাড়া জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে আম প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় শেখ আবুল কালাম বলেন, যারা নির্বাচনে আসেনি, ‘তারা অবশ্যই ভুল করেছে। কারণ সরকার পরিবর্তনের একটাই পথ, সেটা হলো নির্বাচন। পরীক্ষা না দিলে বোঝা যায় না, কার পক্ষে কত জনগণ রয়েছে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসেনি, ২০১৮ সালে এসেছে, আমরা তাদের অভিনন্দন জানিয়েছি। তাদের যে জনসমর্থন আছে সেটা যাচাই হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি, তাতে আশা করি, দ্বাদশ নির্বাচন সুষ্ঠু হবে। এ দেশের জনগণ তাদের মতামত সুন্দরভাবে ব্যক্ত করবে।’

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

বাদল/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়