ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

বন্ধুর পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরা হলো না জুবায়েরের

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৩১ ডিসেম্বর ২০২৩  
বন্ধুর পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরা হলো না জুবায়েরের

বন্ধুর পাসপোর্ট নিয়ে বাড়ি ফেরা হলো না সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জুবায়ের আহমদ (২২) নামের এক যুবকের। রোবরার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জ পৌরশহর থেকে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে ট্রাক চাপায় মারা যান তিনি। 

নিহত যুবক জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামের আব্দুল বারিকের ছেলে। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, জুবায়ের আইইএলটিএস করেছেন। তিনি লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ সকালে বন্ধু জাহিদুল ইসলামের পাসর্পোট আনতে তাকে নিয়ে মোটরসাইকেলে করে জুবায়ের সুনামগঞ্জ জেলা শহরে যান। দুপুরে সেখান থেকে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জের দিরাই রাস্তার পয়েন্ট এলাকায় একটি  ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জুবায়ের মারা যান। এসময় জাহিদল ইসলাম (২১) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, দুপুরে দুই বন্ধু বাড়ি ফিরছিলেন। এসময় সড়ক দুর্ঘটনায় একজন মারা যান। অপরজন আহত হয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। 

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়