মাদারীপুরে অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির গণসংযোগ
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরে বিএনপি অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জেলার বিভিন্ন স্থানে দাবি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।
আসন্ন নির্বাচন বর্জন করতে জনগণকে আহ্বান জানানো হয়। পাশাপাশি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবি তোলেন দলীয় নেতাকর্মীরা। বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন’র নেতৃত্বে লিফলেট বিতরণ করেছেন জেলার নেতাকর্মীরা।
এসময় বিএনপি নেতারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন। লিফলেট বিতরণের সময় মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মুরাদ, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘গুম হয়েছি, বারবার কারাবরণ করেছি, তার পরেও রাজপথে ছিলাম; এখনো আছি। এই অবৈধ নির্বাচন বাতিলসহ নিশিরাতের সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না।’
বেলাল/ফয়সাল
- ৭ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৭ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৭ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৭ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৭ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৭ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৮ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৮ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৮ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৮ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৮ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৮ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৮ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৮ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৮ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম