ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

রাঙামাটির ২টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ২১:০০, ৭ জানুয়ারি ২০২৪
রাঙামাটির ২টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুটি কেন্দ্রে কোনো ভোট পড়েনি। রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটিও ভোট পড়েনি। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটার ৩ হাজার ১৯২ জন এবং ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১৪২ জন। কেন্দ্র দুটি দুর্গম এলাকায় অবস্থিত।

বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলফাজ উদ্দিন  বলেন, কেন্দ্রটি দুর্গম এলাকায়। নিয়ম অনুসারে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। তবে এ সময়ে কোনো ভোটার কেন্দ্রে আসেননি।

ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরিন আক্তার দুটি কেন্দ্রে ভোট না পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

বিজয়/বকুল

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়