ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নোয়াখালী-৫

বিপুল ভোটে জিতলেন ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ৭ জানুয়ারি ২০২৪  
বিপুল ভোটে জিতলেন ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ‘নৌকা’ প্রতীক নিয়ে ১৩২টি কেন্দ্রে তিনি ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০২ ভােট।

রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে এতথ্য জানা গেছে। 

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-৫ আসনে অন্য প্রার্থীদের মধ্যে জাসদের মকছুদের রহমান ‘মশাল’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৩২ ভােট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মােহাম্মদ শামছুদ্দোহা ‘চেয়ার’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৮৩ ভােট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজােটের শাকিল মাহমুদ চৌধুরী ‘ছড়ি’ প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ১৩২টি। 

প্রসঙ্গত, ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসান থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ১৯৯৬ সালে। পরবর্তীতে তার দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালের পুনরায় তিনি এই আসন থেকে নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি জয়লাভ করেন। ২০১১ সাল থেকে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 

সুজন/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়