ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

অবন্তিকার আত্মহত্যা: সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১৬ মার্চ ২০২৪   আপডেট: ২১:৫৫, ১৬ মার্চ ২০২৪
অবন্তিকার আত্মহত্যা: সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে মামলা

ফাইরুজ অবন্তিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে অবন্তিকার মা তাহমিনা শবনম মামলাটি করেন। কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অবন্তিকা

মামলার বিবরণ থেকে জানা যায়, অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী অফ লাইন ও অনলাইনে অবন্তিকাকে যৌন হয়রানি করে আসছিলেন। তার বিরুদ্ধে সহাকারী প্রক্টরের কাছে অভিযোগ করলে তিনি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অবন্তিকাকেই নানাভাবে অপমান করেন।

আরও পড়ুন: অবন্তিকার আত্মহত্যা: বিক্ষোভের ডাক জবি শিক্ষার্থীদের

ওসি ফিরোজ হোসেন বলেন, অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে মামলা করেছেন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দিক নির্দেশনা মতো মামলার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: অবন্তিকার মৃত্যুতে দোষীদের শাস্তি দাবিতে কুমিল্লা উত্তাল

অবন্তিকাকে মানসিক টর্চার করত ৮ জন’ জানালেন মা

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা: ফেসবুকে যা লিখলেন অভিযুক্ত আম্মান

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষার্থীকে গ্রেপ্তারের নির্দেশ বিশ্ববিদ্যালয় আইনে নেই: জবি রেজিস্ট্রার

জবি শিক্ষার্থীর আত্মহত্যা : সহকারী প্রক্টর বহিষ্কার

শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জবি ক্যাম্পাস উত্তাল

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়