ঢাকা     মঙ্গলবার   ১৮ জুন ২০২৪ ||  আষাঢ় ৪ ১৪৩১

ঘূর্ণিঝড় রেমাল: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ মে ২০২৪   আপডেট: ০৯:৩৬, ২৭ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমাল: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ফটো

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

রোববার (২৬ মে) রাত ১০টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। ঝড়ো বাতাসে উত্তাল হয়ে উঠছে পদ্মা। তাই দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী শান্ত না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

এর আগে, রেমালের প্রভাবে রোববার সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

রবিউল/কেআই

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়