ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমপি আনার হত্যা: মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৯ জুলাই ২০২৪  
এমপি আনার হত্যা: মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, ঝংকার শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, কেসি কলেজ থিয়েটার, সচেতন নারী সমাজ, ঝংকার শিল্পী গোষ্ঠী, নবগঙ্গা সাংস্কৃতিক গোষ্ঠী, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

আরো পড়ুন:

ভারতের কলকাতায় হত্যার শিকার হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ঢাকায় দায়ের হওয়া এ হত্যা মামলায় গত ১১ জুন মিন্টুকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক দীপ্তি রহমান, যুগ্ম-আহ্বায়ক শান্ত জোয়ার্দ্দার, হাসিবুর রহমান শিপন, পৌর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপু, জাতীয় মহিলা সংস্থার সদস্য নাজমা সাজেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মিন্টুকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবি করেন।
 

সোহাগ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়