ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যারিস্টার সুমনের শ্বশুর মারা গেছেন

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১৭ জুলাই ২০২৪  
ব্যারিস্টার সুমনের শ্বশুর মারা গেছেন

আব্দুর রহিম। ফাইল ফটো

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের শ্বশুর ও সদর উপজেলার রিচি ইউনিয়নের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুর রহিম (৫৪) মারা গেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে জেলা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্বশুরের মৃত্যুতে দোয়া চেয়ে ব্যারিস্টার সুমন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার শ্বশুর ইন্তেকাল করেছেন। ভালো মানুষগুলো মনে হয় দ্রুতই নীরবে চলে যায়। আমার নিজের বাবার অনুপস্থিতিতে তিনিই ছিলেন যোগ্য অভিভাবক। সকলের কাছে দোয়া চাই।’

আব্দুর রহিমের মৃত্যুতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মামুন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়