ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে নিম্নআয়ের মানুষের মাঝে সহায়তা প্রদান

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৪ জুলাই ২০২৪  
নোয়াখালীতে নিম্নআয়ের মানুষের মাঝে সহায়তা প্রদান

নোয়াখালীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও কারফিউতে আয়হীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 

বুধবার (২৪ জুলাই) নোয়াখালী পৌরসভা ছত্তরে পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল প্রধানমন্ত্রীর পক্ষে এসব সহায়তা দেন। 

কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছেন দেশের সাধারণ মানুষ। শ্রমজীবীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এর মধ্যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তীতে কারফিউ জারীর কারণে সারা দেশের মতো নোয়াখালীতেও আয়হীন হয়ে পড়ে অনেকে। বিশেষ করে রিকশা-অটোরিকশা চালক, বিভিন্ন শ্রমিক ও তৃতীয় লিঙ্গের মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন। এসব বিবেচনায় নোয়াখালী পৌরসভার মেয়র নিম্ন আয়ের এসব মানুষের মাঝে আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা দেন।

এ সময় সহিদ উল্যাহ খান সোহেল বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ পাঁয়তারা করছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের কাঁধে ভর করে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি করা হয়েছে। এতে করে দেশ কয়েক বছর পিছিয়ে গেলো। 

তিনি সকলকে সহিংসতাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সতর্ক থাকার আহ্বান জানান।

সুজন/ইমন 

সর্বশেষ

পাঠকপ্রিয়