ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৩১ জুলাই ২০২৪  
নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মাহবুব নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৩১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম. এরশাদুল আলম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের হাইজাদী এলাকার মো. বিল্লালের ছেলে সৈকত, একই এলাকার আব্দুর রউফের ছেলে কাউছার ও রুস্তম আলীর ছেলে শামীম। আসামিদের মধ্যে সৈকত ও শামীম পলাতক।

আরো পড়ুন:

নিহত মাহবুব আড়াহাজারের সেন্দী এলাকার আশকর আলীর ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জানান, ২০২০ সালের ১৭ মে মাহবুবকে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে আসামিরা ছুরিকাঘাতে হত্যা করেন। পরে তার মরদেহ ধান খেতে ফেলে যান তারা। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারক আজ মামলার রায় ঘোষণা করেন।

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়