ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগ কার্যালয় ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৫ আগস্ট ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগ কার্যালয় ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। সে সময় আওয়ামী লীগ কার্যালয়ের পাশে থাকা ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের শান্তি মোড় থেকে একটি মিছিল বের করেন আন্দোলনকারীরা। শহরের বড় ইন্দারা মোড় হয়ে নিউমার্কেটের দিকে আসার পথে নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে মিছিলে ইটপাটকেল ছুঁড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীরা তাদের ধাওয়া দিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। জ্বালিয়ে দেওয়া হয় কার্যালয়ের পাশে থাকা ১২টি মোটরসাইকেল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আওয়ামী লীগ নেতারা জানান, বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে আন্দোলনকারীরা। এরপর পাশে থাকা মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দেয়। এতে ১২ টি মোটরসাইকেল পুড়ে গেছে।

/শিয়াম/কেআই/


সর্বশেষ

পাঠকপ্রিয়