ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

আহতদের চিকিৎসায় অর্থ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৭ আগস্ট ২০২৪  
আহতদের চিকিৎসায় অর্থ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করছেন

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা তুলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) দুপুর থেকে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বক্সের মাধ্যমে অর্থ তোলেন তারা। ব্যবসায়ী-পথচারীরা যে যতটুকু পেরেছেন, তাদের সহযোগিতা করেন। 

শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের নেতারা গুলিবর্ষণ করায় কয়েক জন নিহত ও অন্তত অর্ধশত শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয়। তাদের পরিবারের পক্ষে তাদের চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অর্থ সাহায্য তোলার উদ্যোগ নিয়েছেন তারা।

এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা সুলতানা, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তামান্না হাসান পুষ্পা, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি শিক্ষার্থী মরিয়ম আক্তার মৌ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা, সিরাজুম মুনিরা প্রমুখ উপস্থিত ছিলেন। 
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়