ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে দায়িত্ব পালনে সড়কে নেমেছে পুলিশ

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১২ আগস্ট ২০২৪  
রাঙামাটিতে দায়িত্ব পালনে সড়কে নেমেছে পুলিশ

কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় আবারও পুরোদমে কর্মে ফিরেছে পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় রাঙামাটিতে সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সড়কে ট্রাফিক পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

এদিকে সকালে পুলিশ সুপার মীর আবু তৌহিদ শহরের বনরূপা এলাকায় এসে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন।

এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, পরিবর্তনের পরিস্থিতিতে পুলিশ নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করেছে। জনগণের যে সম্মতি তার ভিত্তিতে পুলিশ কার্যক্রম পরিচালনা করবে। আশা করছি পুলিশ নতুন উদাহরণ সৃষ্টি করবে। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, শাহনেওয়াজ রাজু, সাইফুল ইসলাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজয়/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়