ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:১২, ১৪ আগস্ট ২০২৪
সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

নিজাম হাজারী। ফাইল ফটো

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে।

মামলায় ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে মহিপালে নিহত শিক্ষার্থী জাকির হোসেন শাকিলের মা কোহিনুর আক্তার বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখ ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

নিহত শাকিল সোনাগাজী উপজেলার কুঠিরহাট মান্দারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় দুইজন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত অটোচালক মো. সবুজের বড় ভাই মো. ইউসুফ বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় মামলা করেন। মামলায় সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ৬৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

সাহাব/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়