সাতক্ষীরার তালায় অপরিচিত যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে অপরিচিত এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর।
মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে তালার ত্রিশ মাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার জানান, আজ (মঙ্গলবার) সকালে সেনাবাহিনী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেখে গেছে। লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। বিষয়টি তালা থানা পুলিশকে জানিয়েছি।
লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শাহীন/টিপু