ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবক নিহত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ৬ নভেম্বর ২০২৪  
সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে যুবক নিহত

ফাইল ফটো

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের ছুঁড়া গুলিতে জমির আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘শুনেছি ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের ছুঁড়া সিটা গুলিতে এক যুবক নিহত হয়েছেন।’

আরো পড়ুন:

বুধবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে সীমান্ত এলাকার আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈলয় ঘটনাটি ঘটে। 

এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ী বিজিবি ক্যাম্পের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়া সম্প্রদায়ের ছুঁড়া সিটা গুলিতে আহত হন জমির আহমদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘শুনেছি ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের ছুঁড়া সিটা গুলিতে এক যুবক নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য  সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়