ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব: উপদেষ্টা ফারুক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:১০, ১ ডিসেম্বর ২০২৪
সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব: উপদেষ্টা ফারুক

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহিদ সমাধিস্থলে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, “আমরা সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। সংস্কারের বিষয়ে কমিশন রয়েছে, তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার।”

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহিদ সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

ফারুক-ই-আজম বলেন, “যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।”

এ সময় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ শাহরিয়ার মুক্তা প্রমুখ ।

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়