ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শীতে জবুথবু দিনাজপুরবাসী

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:৪১, ৯ ডিসেম্বর ২০২৪
শীতে জবুথবু দিনাজপুরবাসী

দিনাজপুরে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘‘দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।’’

এদিকে, কনকনে শীতে জবুথবু হলেও নিম্ন আয়ের মানুষজনকে ঘর থেকে বের হতে হচ্ছে। তবে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না। শীতের সঙ্গে ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

অটোরিকশাচালক হোসেন মিয়া বলেন, ‘‘শীতের কারণে লোকজন বাড়ি থেকে বের হচ্ছে না। তাই ভাড়া হচ্ছে কম। কিন্তু, আমাদের তো পেটের কারণে বের হতেই  হয়।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়